thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সেমিতে সেরেনা

২০১৩ অক্টোবর ২৫ ১২:০৮:১৩
সেমিতে সেরেনা
দিরিপোর্ট২৪ ডেস্ক : উব্লউটিএ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের বর্তমান এক নম্বর সেরেনা উইলিয়ামস। চেক প্রজাতন্ত্রের পেত্রা কভিতোভার বিপক্ষে জিতেছেন তিনি।

ইস্তাবুলে আয়োজিত প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন কভিতোভাকে।

এদিকে সেরেনার সঙ্গে সেমিফাইনালের টিকিট কেটেছেন আঙ্গেলিক কারবার। তিনি ৬-২, ৬-২ গেমে জেতেন আগনিয়েস্কা রাদওয়ানাস্কার বিপক্ষে।

এছাড়া জয় পেয়েছেন চীনের লি না। সিনান আরডেম ডোমে তিনি ৬-৩, ২-৬, ৬-৩ গেমে পরাজিত করেন জেলেনা জাঙ্কোভিচকে।

(দিরিপোর্ট২৪/সিজি/জেএম/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর