thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

পুলিশের মোবাইলে ‘জাগোজনতা’র এসএমএস

২০১৩ অক্টোবর ২৫ ১২:১২:১৯ ০০০০ 00 ০০ ০০:০০:০০
পুলিশের মোবাইলে ‘জাগোজনতা’র এসএমএস
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘আওয়ামী লীগের দিন শেষ’ উল্লেখ করে পুলিশের মোবাইলে ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে ‘জাগোজনতা’র পক্ষ থেকে। শুক্রবার সকালে পুলিশের আইজিপি থেকে শুরু করে উচ্চপদস্থ সকল কর্মকর্তার কর্পোরেট নম্বরে ও সাধারণ পুলিশ সদস্যের মোবাইলে এ ক্ষুদেবার্তা পাঠানো হয়।

পাঠানো ক্ষুদে বার্তায় লেখা হয়, ‘পুলিশ ভাইয়েরা, জনগণের পাশে থাকুন। আপনাদের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে। আওয়ামী লীগের দিন শেষ।’

পুলিশের ডিসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে দিরিপোর্ট২৪কে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা কী উদ্দেশ্যে এ ক্ষুদেবার্তা পাঠিয়েছেন তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর বিভিন্ন স্পটে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, এ ক্ষুদেবার্তা পাওয়ার পর তারাও আতঙ্কিত বোধ করছেন।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, আমাদের মনোবল ভাঙার জন্যই এ ক্ষুদেবার্তা পাঠানো হয়েছে। এতে আমরাও আতঙ্কের মধ্যে আছি।

(দিরিপোর্ট২৪/আর/এমএআর/জেএম/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর