thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

পুন:অর্থায়ন তহবিল

আবেদনের সময় আবারও বাড়লো

২০১৩ ডিসেম্বর ১৫ ১৯:৩৬:৫০
আবেদনের সময় আবারও বাড়লো

দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য পুন:অর্থায়ন তহবিলে আবেদনের সময় দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পুন:অর্থায়নের জন্য ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন।

মূলত পুন:অর্থায়ন তহবিলে আশানুরুপ আবেদন না পড়ায় তদারকি কমিটি দ্বিতীয় বারের মতো সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ নভেম্বর পর্যন্ত পুন:অর্থায়ন তহবিলে আবেদনের সময় নির্ধারিত ছিল। পরে তা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

জানা গেছে, ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট ৩১টি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস গঠিত তহবিলের সহায়তা পেতে আবেদন জানিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৭ হাজার ৩৮০ জন বিনিয়োগকারীর প্রায় ২১৯ কোটি টাকার আবেদন জমা পড়েছে। এ অবস্থায় সময় বাড়ানো হলে আরো বেশি আবেদন পড়বে বলে আশা করছে কমিটি। এ কারণে দ্বিতীয় বার সময় বাড়ানোর ব্যাপারে কমিটি মত দিয়েছে।

সরকার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য স্বল্প সুদে ঋণ সহায়তা দিতে ৯০০ কোটি টাকার ফান্ড গঠন করে। তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা দেওয়া হলেও বিনিয়োগকারীদের অনীহায় পুরো অর্থ বরাদ্দ দেয়া যাচ্ছেনা। এতে সরকারি প্রনোদনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরী হয়েছে। এ অবস্থায় আবারও আবেদনের সময় বাড়ানো হলো।

এর আগে ৩০ নভেম্বর পর্যন্ত মাত্র ১ হাজার ৬০০ জন বিনিয়োগকারী ৫০ কোটি টাকার আবেদন জমা দেয়। এতে করে সরকারের ৯০০ কোটি টাকা বরাদ্দের বিপরীতে মাত্র ৫ শতাংশের আবেদনে ঘোষিত প্রনোদনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরী হয়। এ প্রেক্ষিতে তহবিল পরিচালনায় গঠিত তদারকি কমিটি অর্থমন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে প্রথম দফায় ১৫ দিন সময় বাড়ায়। বর্ধিত সময়ের মধ্যে পুন:বিনিয়োগের তহবিল পেতে প্রত্যাশা অনুযায়ী আবেদন জমা না পড়ায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তদারকি কমিটি।

উল্লেখ্য, সরকার ২০১১ সালের ২৩ নভেম্বর শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় বিশেষ স্কিমের ঘোষণা দেয়। সরকারি ঘোষণার প্রায় দুই বছর পর গত ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়নের প্রথম কিস্তি বাবদ ৩০০ কোটি টাকা আইসিবিকে দেয়।

(দ্য রিপোর্ট/এনটি/এইচকে/ডিসেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর