thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কড়া নিরাপত্তা

২০১৩ অক্টোবর ২৫ ১৩:৩৫:৩৮ ০০০০ 00 ০০ ০০:০০:০০
সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কড়া নিরাপত্তা
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৮ দলীয় জোটের জনসমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইতোমধ্যে কয়েক হাজার পুলিশ র‌্যাব, গোয়েন্দা বাহিনীর সদস্য, এপিবিএন মোতায়েন করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসছে। সকাল ১০টা থেকেই পল্লবী, মিরপুর, মগবাজার রমনা, মতিঝিল, সূত্রাপুর, লালবাগ, উত্তরার বিএনপি নেতাকর্মীদের আসতে দেখা গেছে। এ সময় শাহবাগ মোড় থেকে টিএসসি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেট, মৎস্যভবন, কাকরাইল, বাংলামটর, রূপসী বাংলা মোড়ে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী সদস্যদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরকার নিরাপত্তার বিষয় নিয়ে বলেন, জনসমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাক্ষিত পরিবেশ সৃষ্টি না হয় সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন থানাগুলো থেকে কয়েক হাজার রিজার্ভ পুলিশ নিয়ে আসা হয়েছে। জনসমাবেশে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে পুলিশ তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে।

(দিরিপোর্ট২৪/এস/আইজেকে/জেএম/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর