thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

নয় হাজারী ক্লাবে স্মিথ

২০১৩ অক্টোবর ২৫ ১৪:০৪:২১
নয় হাজারী ক্লাবে স্মিথ
দিরিপোর্ট ২৪ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে নয় হাজার রান পূর্ণ করেছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিশতক করার মধ্যদিয়ে এ রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।

৩২ বছর বয়সী এই ক্রিকেটারের দ্বিশতকে ভর করে খেলার নিয়ন্ত্রণ নিয়েছে দক্ষিণ আফ্রিকা। চার উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষে ৪৬০ রান নিয়ে শক্ত অবস্থানে রয়েছে প্রোটিয়ারা। স্মিথ ২৩৩ রান করে অপরাজিত আছেন।

বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১২তম খেলোয়াড় হিসেবে নয় হাজার করলেন স্মিথ। আর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। তার আগে আছেন জ্যাক ক্যালিস। ১৬৪ টেস্ট খেলে এ পর‌্যন্ত ১৩,১৪০ রান করেছেন এই অলরাউন্ডার।

এছাড়া টেস্টে নয় হাজার রান পূর্ণ করা অন্যান্য ক্রিকেটাররা হলেন- ভারতের শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, অ্যালান বর্ডার, স্টিভ ওয়াহ, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও শিবনারায়ন চন্দরপল।

(দিরিপোর্ট২৪/সিজি/জেএম/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর