thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

দিনাজপুরে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

২০১৩ ডিসেম্বর ১৬ ০২:১৬:১৯
দিনাজপুরে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ।

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ১৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে প্রথমে দিনাজপুর জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজির ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।

এরপর দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, মুক্তিযোদ্ধা দিনাজপুর জেলা ইউনিট, সাধারণ আজিজুল ইমাম চৌধুরীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর নেতৃত্বে জেলা বিএনপি, মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দিনাজপুর পৌরসভা, জেল সুপার শাহ আলম খানের নেতৃত্বে জেলা কারাগার, সিভিল সার্জন মউদুদ আহমদের নেতৃত্বে সিভিল সার্জন অফিস, গণর্পূত, বন বিভাগ, পুলিশ বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারীরা, দিগন্ত শিল্পীগোষ্ঠী, উদীদী দিনাজপুর জেলা শাখা, সাধারণ সম্পাদক ডা জিয়ার নেতৃত্বে ড্যাব দিনাজপুর জেলা শাখাসহ সাধারণ মানুষ ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

(দ্য রিপোর্ট/এমইআর/এএস/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজয়ের মাস এর সর্বশেষ খবর

বিজয়ের মাস - এর সব খবর