thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

লক্ষ্মীপুরে বিজয় দিবস পালিত হচ্ছে

২০১৩ ডিসেম্বর ১৬ ০২:৫১:১৪
লক্ষ্মীপুরে বিজয় দিবস পালিত হচ্ছে

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিবসটি স্মরণে রাত ১২টা ১ মিনিটে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় অবস্থিত বিজয় চত্বরের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। একই সময় ওই স্থানে ৩১ বার তোপধ্বনি করেন পুলিশ সদস্যরা।

পরে শহরের বাগবাড়ীর গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। দিবসকে ঘিরে বিজয় চত্বরসহ পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, দিনের প্রথম প্রহরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ লোকজনসহ বিভিন্ন স্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিসটি পালন করবেন।

(দ্য রিপোর্ট/এমআরএস/এএস/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজয়ের মাস এর সর্বশেষ খবর

বিজয়ের মাস - এর সব খবর