thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

জাতীয় স্মৃতিসৌধে ভোর থেকেই মানুষের ঢল

২০১৩ ডিসেম্বর ১৬ ০৫:১২:৩৮
জাতীয় স্মৃতিসৌধে ভোর থেকেই মানুষের ঢল

দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান বিজয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার ভোর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সকাল ৬টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ, ৬টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পর শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিরোধীদলীয় নেতা সকাল ৭টায় শহীদদের প্রতি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে।

ভোর ৫টায় স্মৃতিসৌধে বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে সেখানকার দখল নেওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক সাধারণ জনগণও জাতীয় স্মৃতিসৌধে এসেছেন।

নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/এনডিএস/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজয়ের মাস এর সর্বশেষ খবর

বিজয়ের মাস - এর সব খবর