thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

মেহেরপুরে বিজয় দিবস পালিত হচ্ছে

২০১৩ ডিসেম্বর ১৬ ০৯:৪৯:৪২
মেহেরপুরে বিজয় দিবস পালিত হচ্ছে

মেহেরপুর সংবাদদাতা : সারাদেশের মতো মেহেরপুরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সোমবার ভোর ৬টায় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ কর্মসূচি পালন করে।

পরে সকাল সাড়ে ৬টায় মেহেরপুর সরকারি কলেজ মোড়ের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেন পুষ্পার্ঘ্য অর্পণ করে কর্মসূচির উদ্বোধন করেন। একে একে মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ ড. প্রফেসর এবিএম রেজাউল করিম, মেহেরপুর সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ ড. প্রফেসর শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী, গণপূর্তর পক্ষে নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, মেহেরপুর পৌরসভার পক্ষে মেয়র মোতাছিম বিল্লাহ মতু, বিএমএ ও স্বাচিপের পক্ষে ডা. আবু তাহের সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শিল্পকলা একাডেমি, কৃষি সম্প্রসারণ অধিদফতর, বিএটিবি, জেলা আওয়ামী লীগের পক্ষে এমপি জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের পক্ষে আলহাজ গোলাম রসুল, জেলা যুবলীগের পক্ষে সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা কৃষকলীগ, জেলা ছাত্রলীগের পক্ষে সাফুয়ান আহমেদ রূপকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এছাড়া সূযোদয়ের সঙ্গে প্রতিটি সরকারি-বেসরকারি অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজয়ের মাস এর সর্বশেষ খবর

বিজয়ের মাস - এর সব খবর