thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

মাগুরায় মহান বিজয় দিবস পালিত

২০১৩ ডিসেম্বর ১৬ ১১:৪২:২১
মাগুরায় মহান বিজয় দিবস পালিত

মাগুরা সংবাদদাতা : ৩১ বার তোপধ্বনি ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে।

সোমবার সকালে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর সিরাজুল আকবর, সংসদ সদস্য বীরেণ শিকদার, জেলা প্রশাসক মাসুদ আহমেদ, পুলিশ সুপার জিহাদুল কবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ ছাড়া মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তানদের সংবর্ধনা, ছাত্র-ছাত্রীদের জন্য স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, বাদ জোহর জাতির শান্তি কামনায় দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআই/এসবি/এমডি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজয়ের মাস এর সর্বশেষ খবর

বিজয়ের মাস - এর সব খবর