thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

৩ জেলায় ঝরে গেল আরও ৮ তাজাপ্রাণ

২০১৩ ডিসেম্বর ১৭ ০১:১৭:৩০
৩ জেলায় ঝরে গেল আরও ৮ তাজাপ্রাণ

দ্য রিপোর্ট ডেস্ক : দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো মায়ের কোল খালি হচ্ছে। বিজয় দিবসের দিনও এর ব্যত্যয় ঘটেনি। সাতক্ষীরা, লক্ষ্মীপুর ও যশোরে রবি ও সোমবার ঝরে গেল আরও আটটি তাজা প্রাণ।

আমাদের সংবাদদাতাদের পাঠানো বিস্তারিত খবর

সাতক্ষীরা : সাতক্ষীরায় সোমবার পুলিশ, বিজিবি ও র‌্যাবের সঙ্গে জামায়াত-শিবিরের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পৃথক এসব সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার রাতে ও সোমবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কয়েকটি স্থানে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় পদ্ম শাখবা এলাকায় দু’জন, দেবহাটা উপজেলার সখীপুরে দু’জন ও সদরের আগরাদাড়ি সাতানী এলাকায় একজন জামায়াত-শিবিরকর্মী নিহত হয়েছেন।

সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, সম্প্রতি জামায়াত-শিবির বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছেন। এ সময় তারা তাদের বাড়িঘর পর্যন্ত ভাঙচুর, আগুন ও লুটপাট করেছে। এসব ঘটনার সন্দেহজনকদের ধরতে পুলিশ বিজিবি ও র‌্যাব যৌথভাবে বিভিন্ন এলাকায় অভিযানে যায়। তাদের অভিযানের খবরে জামায়াত-শিবির পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, বোমা ও ককটেল ছোড়ে। রাস্তায় গাছ ফেলে তাদের অবরুদ্ধ করার চেষ্টা করে। এক পর্যায়ে যৌথবাহিনীর পক্ষ থেকে গুলি ছোড়া হয়। গুলিতে দেবহাটার সখীপুর এলাকায় রিয়াজুল ইসলাম ও আব্দুর রউফ নিহত হন।

সদরের পদ্মশাখরা এলাকায় দু’জন নিহত হন এবং সদর উপজেলার সাতানী এলাকায় জাহাঙ্গীর আলম নামের এক জামায়াতকর্মী নিহত হন। এ সময় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। পৃথক এসব ঘটনায় অনেক জামায়াত শিবিরকর্মীর বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে।

অভিযানে কত রাউন্ড গুলি করা হয়েছে বা কেউ আটক আছে কিনা তা পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান সদরের আগরাদাড়ী সাতানী এলাকায় জাহাঙ্গীর নামের তাদের একজন জামায়াতকর্মী নিহত হয়েছেন দাবি করেন। তিনি বলেন, ‘অন্যদের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’ তবে পদ্মশাখরা এলাকা থেকে তাদের ৪ জন কর্মীকে পুলিশ ধরে নিয়ে যায় বলে জানান তিনি।

যশোর : যশোরের নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের এক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের নাম মাসুদুর রহমান মাসুদ। তার বাড়ি সদর উপজেলার তালবাড়ীয়া গ্রামে। ঢাকায় নেওয়ার পথে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। নিহত মাসুদ মালিয়াট গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। রাজনৈতিক বিরোধের কারণে তাকে খুন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাসুদ তালবাড়ীয়ার শান্তিমোড় বাজারে আসলে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে হাতুড়িপেটা করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, তালবাড়ীয়া হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বিরোধের কারণে মাসুদের ওপর হামলা হয়। মাসুদের হত্যাকারীদের ধরতে এলাকায় পুলিশি অভিযান চলছে।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বাবুল বাহিনীর প্রধান আসাদুজ্জামান বাবুল র‌্যাবের অভিযানে নিহত হয়েছেন। এ সময় মো. খোরশেদ আলম নামে তার বাহিনীর আরেক সদস্য নিহত হন। উপজেলার দিঘলী ইউনিয়নে জামিরতরী এলাকায় রবিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাবের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা না হলেও জেলার একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে র‌্যাবের অভিযানে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত বাবুল সদর উপজেলা দিঘলী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও একই উপজেলার রতনেরখীল গ্রামের মৃত আমিন উল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টায় সদর উপজেলার দিঘলী ইউনিয়নে আসাদুজ্জামান বাবুলের বাড়িত অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান বাবুল ও তার এক সহযোগী ঘটনাস্থলে নিহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহত বাবুলের মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাবুলের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে সদর থানায় কয়েকটি মামলা রয়েছে। অপর সহযোগী সুমন মারা গেছে শুনেছি, তবে তার লাশের সন্ধান এখনো পাওয়া যায়নি।’

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাজধানীর বাইরে সহিংসতা চরম রূপ নেয়। এ ২২ দিনে পুলিশের গুলিতে অন্তত ৯৬ জন নিহত হন।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/এমডি/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর