thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

খুলনায় বিএনপির মিছিল

২০১৩ ডিসেম্বর ১৭ ১০:৫৯:০৫
খুলনায় বিএনপির মিছিল

খুলনা সংবাদদাতা : ১৮ দলের ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল ও সড়কের ওপর অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তবে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার ঘবর পাওয়া যায়নি।

পিটিআই মোড় থেকে সকাল ১০টায় খুলনা-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে কেডিঘোষ রোডে অবস্থান নেয়। এ সময় নজরুল ইসলাম মঞ্জু এমপির সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা, আমির এজাজ খান, ফখরুল আলম, আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।

নগরী থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। তবে নগরীতে হালকা যানবাহন চলাচল করছে। অপরদিকে নগরীতে প্রায় প্রতিটি মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে। র‌্যাব ও বিজিবি টহল দিচ্ছে।

(দ্য রিপোর্ট/এটি/শাহ/এএস/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর