thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ১৭ ১৩:০২:২৮
চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম সংবাদদাতা : ১৮ দলের চতুর্থ দফার ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন মঙ্গলবার চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। তবে কয়েটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গণপরিবহন কম চলাচল করায় কর্মমুখী মানুষকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার জানান, নগরী শান্ত রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা রয়েছে।

অবরোধের সমর্থনে সকালে নসিমন ভবন এলাকায় মিছিল-সমাবেশ করেছে বিএনপি। এ ছাড়াও একেখান, বহাদ্দারহাট এলাকায় সকাল ১০টার দিকে ৭-৮টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। এদিকে নাশকতার আশঙ্কায় মঙ্গলবার ভোরে যুবদলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মোহাম্মদ ফারুক (২৩) ও মোহাম্মদ ইয়াছিন (২২)।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-পশ্চিম) এসএম তানভির আরাফাত জানান, বিরোধী দলের ডাকা অবরোধের সময় ফারুক ও ইয়াছিন খুবই সক্রিয় থাকে। পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুরসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলাও আছে। এ সব মামলায় ওয়্যারলেস কলোনির মুরগির ফার্ম এলাকা থেকে ফারুককে ও ইয়াছিনকে ঈশান মিস্ত্রির হাট এলাকা থেকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/শাহ/এএস/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর