thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ১৫ পণ্যবাহী গাড়িতে আগুন

২০১৩ ডিসেম্বর ১৯ ০১:০৬:০৮
চট্টগ্রামে ১৫ পণ্যবাহী গাড়িতে আগুন

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৫টি পণ্যবাহী গাড়িতে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ ছাড়া গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছে তারা।

বুধবার রাত ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছলিমপুর এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বন্দর থেকে মালামাল নিয়ে যাওয়ার সময় অবরোধকারীরা এসব গাড়িতে আগুন দেয়।

সীতাকুণ্ড থানার ওসি বদিউজ্জামান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছলিমপুর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে অবরোধকারীরা ১০-১২টি গাড়িতে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

বার আউলিয়া থানার ওসি জাকির হোসেন জানান, মহাসড়কে রাতে যানবাহন চলাচল শুরু হলে বিভিন্ন এলাকায় অবরোধকারীরা পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে।

(দ্য রিপোর্ট, কেএইচসি/শাহ/এসবি/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর