thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দুর্নীতি তদন্ত রাজনৈতিক ষড়যন্ত্র: তুরস্কের প্রধানমন্ত্রী

২০১৩ ডিসেম্বর ১৯ ০১:১২:৪৭
দুর্নীতি তদন্ত রাজনৈতিক ষড়যন্ত্র: তুরস্কের প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক : তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ তায়েপ এরদোগান একটি দুর্নীতি তদন্তকে তার সরকারের বিরুদ্ধে ‘নোংরা কাজ’ হিসেবে উল্লেখ করেছেন। মঙ্গলবার মন্ত্রিসভার তিনজন মন্ত্রীর ছেলেসহ ৫২ জনকে দুর্নীতির তদন্তে আটক করার পর তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির।

এদিকে মঙ্গলবারের ওই অভিযানে অংশ নেয়া পাঁচ পুলিশ কর্মকর্তাকে বুধবার অপসারণ করা হয়েছে।

এরদোগান বলেন, ক্ষমতার অপব্যবহারের কারণে ওই কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে। তিনি বলেন, আমরা কোন ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র মেনে নেব না।

বিশ্লেষকরা বলছেন, আটক এবং বরখাস্তের ঘটনা এটাই নির্দেশ করে যে, তুরস্কের রাজনীতিতে নতুন এক নাটকীয় টানাপোড়ন দেখা দিয়েছে। আর ফেথুল্লাহ গুলেন নামের দেশটির একজন প্রভাবশালী ধর্মীয় নেতার সমর্থকদের সঙ্গে এই টানাপোড়নের সূত্রপাত।

বলা হয়ে থাকে যে, গুলেনের হিজমেট মুভমেন্টের সদস্যরা পুলিশ, বিচার ব্যবস্থা এবং একে পার্টিতে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ পদে আসীন আছে।

সাম্প্রতিক মাসগুলো হিজমেট মুভমেন্টের সঙ্গে ক্ষমতাসীনদের সম্পর্কে ভাঙ্গন শুরু হয়। এদিকে গত মাসে দেশটির সরকার হিজমেন্ট মুভমেন্ট পরিচালিত বেসরকারি স্কুলগুলো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে নির্বাসিত ফেথুল্লাহ গুলেন এক সময় তুরস্কের বর্তমান ক্ষমতাসীন একে পার্টিকে সমর্থন দিয়েছিল। আর তার সমর্থনের ফলে ২০০২ সাল থেকেই দেশটির ক্ষমতায় আছে একে পার্টি।

(দ্য রিপোর্ট/আদসি/লতিফ/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর