thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ জুন ২০২৪, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলহজ ১৪৪৫

নাটোরে রেললাইনে আগুন

২০১৩ ডিসেম্বর ১৯ ১১:২০:৪৪
নাটোরে রেললাইনে আগুন

নাটোর সংবাদদাতা : ১৮ দলের অবরোধের তৃতীয়দিন বৃহস্পতিবার নাটোরে মিছিল, সড়ক ও রেললাইনে আগুন এবং অটোরিকশা ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাটোর-রাজশাহী মহাসড়কের রেলস্টেশন বাজার থেকে একটি মিছিল বের করে ১৮ দলের নেতাকর্মীরা। মিছিলটি হাফরাস্তা, আলাইপুর হয়ে পুনরায় ফিরে আসে স্টেশন বাজারে। এ সময় তারা একটি আটোরিকশা ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এ ছাড়াও শহরের আলাইপুর এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে ১৮ দলের নেতাকর্মীরা। অবরোধ চলাকালে নাটোর থেকে দূরপাল্লার বা অভ্যন্তরীণ কোনো সড়কেই ভারী যানচলাচল করেনি।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/লতিফ/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর