thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

সিলেটে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলিবিদ্ধ ১

২০১৩ ডিসেম্বর ১৯ ১২:০২:৪২
সিলেটে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলিবিদ্ধ ১

সিলেট অফিস : সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ অবরোধকারীদের লক্ষ্য করে ৩০ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। এতেলল্লিক আহমদ চৌধুরী নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে দলটি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায়দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরে ঘটনাটি ঘটে।

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সকাল থেকেই তারা দক্ষিণ সুরমার কদমতলীর মুক্তিযোদ্ধা চত্বরে মিছিল-পরবর্তী সমাবেশ করছিলেন। সকাল ১১টার সময় পুলিশ এসেই তাদের ওপর লাঠিচার্জ শুরু করে। এ সময় সমাবেশে থাকা কয়েকজন শিবিরকর্মী কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর পুলিশ গুলি ছোঁড়ে। এতে মহানগর বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্ত দ্য রিপোর্টকে বলেন, বিএনপি নেতাকর্মীরা অবরোধের নামে মুক্তিযোদ্ধা চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমজেড/শাহ/এএস/লতিফ/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর