thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

লঙ্কা সফরে খেলবেন না ম্যাককালাম-টেলর

০০০০ 00 ০০ ০০:০০:০০ ০০০০ 00 ০০ ০০:০০:০০
লঙ্কা সফরে খেলবেন না ম্যাককালাম-টেলর
দিরিপোর্ট২৪ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতির জন্য আগামী মাসে শ্রীলঙ্কা সফরে দেখা যাবে না নিউজিল্যান্ডের দুই সিনিয়র ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম ও রস টেলরকে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ হলেই দেশে ফিরে যাবেন এ দুজন ক্রিকেটার। লঙ্কা সফরে ম্যাককালামের পরিবর্তে কিউই দলের নেতৃত্ব দেবেন ২৩ বছর বয়সী কেন উইলিয়ামসন। স্বাগতিকদের সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ব্রুস এডগার বলেন, ‘আমাদের দলের সফলতার জন্য উভয় খেলোয়াড়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য আগামী ডিসেম্বরে ক্যারিবীয় দলের বিপক্ষে হোম সিরিজের আগে লাল বল নিয়ে কৌশল রপ্ত করবেন টেলর ও ম্যাককালাম।’

লঙ্কা সফরে কিউই দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরেই অ্যান্ডারসন, ল্যান বাটলার, অ্যান্টন ডেভকিচ, গ্রান্ট ইলিওট, টম লাথাম, মিচেল ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, কোলিন মনুরো, জেমস নিশাম, লুক রঞ্চি ও হামিশ রুথারফোর্ড।

(দিরিপোর্ট২৪/সিজি/এমএআর/অক্টোবর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর