thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

চাঁদপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

২০১৩ ডিসেম্বর ১৯ ১৮:১৬:০৪
চাঁদপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

চাঁদপুর সংবাদদাতা : জেলার হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নের চেঙ্গাতলী বাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- নাসির কোর্ট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ছাত্রলীগ সভাপতি রাজন বেপারী, ওয়ার্ড যুবদলের সভাপতি এমদাদ, ছাত্রলীগকর্মী সাগর ও ইউছুফ পাটওয়ারী এবং যুবদলকর্মী ছোটন ও রনি মোল্লা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চেঙ্গাতলী বাজার থেকে এক রোগী সিএনজিতে হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় বিএনপিকর্মীরা সিএনজির গতিরোধ করে এবং ভাঙচুর চালায়। ছাত্রলীগকর্মীরা এর প্রতিবাদ করলে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমবি/এপি/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)


পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর