পুলিশি হামলায় ইমরানসহ আহত ২০
শুক্রবার গণজাগরণ মঞ্চের বিক্ষোভ
দ্য রিপোর্ট প্রতিবেদক : শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর শাহবাগসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচির দ্বিতীয় দিন গুলশান-২ গোল চত্বর এলাকায় গণজাগরণ মঞ্চের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায় পুলিশ। পুলিশের লাঠিচার্জে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (বীর বিক্রম) ও গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকারসহ ২০ জনের অধিক আহত হন। ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গুলশান-২ গোল চত্বরে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এসময় তারা পাকিস্তান, যুদ্ধাপরাধী ও জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সমাবেশের শুরুতে গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর চড়াও না হলেও সমাবেশস্থলে অংশগ্রহণে বাধা দিতে থাকে পুলিশ। এসময় সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আক্কু চৌধুরী, সমাজকর্মী খুশি কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারানা হালিমসহ গণজাগরণ মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ চলা অবস্থায় গুলশান-২ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র্যাব ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। এসময় একাধিক প্রিজন ভ্যান, জল কামান, পুলিশে ব্যবহৃত এপিসিও প্রস্তুত রাখা হয়।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে গণজাগরণ মঞ্চে জনসমাগম বাড়তে থাকে। এসময় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে মঞ্চের কর্মী ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উস্কানি না দেওয়ার আহ্বান জানানো হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পাকিস্তান হাইকমিশন ঘেরাও করার কথা থাকলেও বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের কর্মীরা সেদিকে যাওয়ার কোনো চেষ্টা করেননি। শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে তাদের উপর চড়াও হয় পুলিশ। প্রথমে তারা মঞ্চের কর্মীদের সমাবেশ স্থল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এসময় মঞ্চের কর্মীরা পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কিছু সময় তাদের মধ্যে ধাক্কাধাক্কি চলে। এক পর্যায়ে পুলিশ তাদের উপর বেধড়ক লাঠি পেটা শুরু করে। একই সঙ্গে সমাবেশস্থল থেকে মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী, সমাজকর্মী খুশি কবির ও সংসদ সদস্য তারানা হালিমকে জোর করে সরিয়ে দেওয়া হয়।
পুলিশ এসময় প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আজাদের ছেলে অনন্য আজাদ, গণজাগরণকর্মী রওশান আরা নিপা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসানসহ চারজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলে।
আটক কর্মীদের ছাড়িয়ে নিতে এবং পুনরায় একত্রিত হওয়ার চেষ্টা করলে পুলিশ আবারও গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর চড়াও হয়। এবার গণজাগরণ মঞ্চের কর্মীদের পাশাপাশি সাধারণ পথচারীদেরও বেধড়ক লাঠিপেটা করে পুলিশ। এসময় গুলশান-২ এলাকায় সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় আশপাশের সকল মার্কেট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান।
পুলিশি অ্যাকশন চলা অবস্থায় গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকার ও খুশি কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ পুনরায় জমায়েত হওয়ার চেষ্টা করেন। এসময় সেখানে অবস্থান নেওয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ঘিরে ফেলেন এবং ওই এলাকা থেকে চলে যেতে বলেন। কিন্তু গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দ সমাবেশ করতে চাইলে তাদের উপর আবারও চড়াও হয় পুলিশ। গণজাগরণ মঞ্চের কর্মীরা এসময় পুলিশকে উদ্দেশ্য করে গালিগালজ করতে থাকেন। তাদের কটুক্তির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পুলিশ মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রমসহ অন্যদের উপর লাঠিচার্জ শুরু করেন। পুলিশের লাঠিচার্জে ইমরান এইচ সরকারসহ বেশ কয়েকজন আহত হন।
আহত ইমরান এইচ সরকারকে প্রথমে গুলশান-২ এর ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। এসময় রাস্তায় পড়ে থাকেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। ল্যাব এইড হাসপাতাল থেকে ইমরান এইচ সরকারকে পরে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা শাম্মী আক্তারসহ আরও তিনজনকে আটক করে। আটকাবস্থায় ব্রিটিশ-আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, ‘আমি গণজাগরণ মঞ্চের কেউ না। এখানে ঘুরতে এসেছিলাম। গণ্ডগোল দেখে বাড়ি ফেরার সময় পুলিশ আমাকে আটক করে। পরিচয়পত্র দেখানোর পরও পুলিশ আমাকে ধরেছে।’
পুলিশকর্তৃক বিশিষ্টজনেরা লাঞ্ছিত :
গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর পুলিশি অ্যাকশনে মুক্তিযোদ্ধা, সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিদের মতো বিশিষ্টজনেরা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আক্কু চৌধুরী ও সমাজকর্মী খুশি কবিরকে ধাক্কা দিয়ে সমাবেশস্থল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এসময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পুলিশ সদস্যরা তাদের সঙ্গে ‘তুই-তুকারি’ ও অসদাচরণ করেন। পরে পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পুলিশ সদস্যদের সরিয়ে দেন এবং আক্কু চৌধুরী ও খুশি কবিরকে সমাবেশ স্থল থেকে সরে যেতে অনুরোধ করেন।
পুলিশের এডিসি আয়েশা সিদ্দিকী এসময় আক্কু চৌধুরীর উদ্দেশে বলেন, ‘স্যার আমরা কী আপনাদের সন্তান না। আমাদের কথা কী আপনারা রাখবেন না। প্লিজ স্যার এটা ডিপ্লোমেটিক জোন, সবাইকে নিয়ে আপনারা চলে যান।’
আয়েশা সিদ্দিকীর কথার পরিপ্রেক্ষিতে আক্কু চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, তোমাদের মতো সন্তানের পিতা হওয়ার জন্য নয়। তোমরা যেভাবে মুক্তিযোদ্ধাদের পেটাচ্ছো তাতে ভাবতে লজ্জা হয় তোমরা আমাদের সন্তান।’
অন্যদিকে গণজাগরণ মঞ্চের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গুলশান-২ এর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। নাট্যব্যক্তিত্ব ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তারানা হালিম গণজাগরণ মঞ্চের কয়েকজন কর্মীকে নিয়ে কাকলী-গুলশান-২ নম্বর রোডে অবস্থান নেন। পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এসময় একাধিক পুলিশ কনস্টেবল তারানা হালিমের সঙ্গে অসদাচরণ করেন। পুলিশ সদস্যরা তারানা হালিমের উদ্দেশে বলতে থাকে, ‘এখানে কী তোদের, এখান থেকে যেতে বললাম না। বলছি না এটা ডিপ্লোমেটিক জোন। না গেলে কিন্তু মার খাবি।’
পুলিশের এক সদস্য মহিলা পুলিশ সদস্যদের ডাকতে থাকেন। তারানা হালিম এসময় মুঠোফোনে সরকারের একাধিক উচ্চপর্যায়ের কর্তাব্যক্তিদের সার্বিক বিষয়ে অভিযোগ করতে থাকেন।
পরে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, পাকিস্তান হাইকমিশন সরকারকে ফোন করে বলেছে তারা নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তারা সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন। কিন্তু পুলিশ আমাদের সঙ্গে কেন এমন আচরণ করছে তা জানি না। বিষয়টি তদন্ত হওয়া উচিৎ। তবে আমার জানা মতে সরকারের নির্দেশে পুলিশ এমনটি করছে না।
পুলিশের আচরণে হতভম্ব সবাই :
গণজাগরণ মঞ্চের সমাবেশে শুরু থেকেই বাধা দিতে থাকে পুলিশ। এসময় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আক্কু চৌধুরী দ্য রিপোর্টকে বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদের রক্তেই পুলিশ আজ স্বাধীনতা পেয়েছে। আর সেই পুলিশ আমাদের উপর হামলা করছে, আমাদের বাধা দিচ্ছে। পুলিশের এমন আচরণ দেখে মনে হচ্ছে তারা পাকিস্তানের পক্ষেই অবস্থান নিয়েছে।’
আক্কু চৌধুরী আরো বলেন, ‘আজ পাকিস্তান যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে যেভাবে অবস্থান নিয়েছে তাতে তাদের বিচারের দাবিরও সময় এসেছে। যারা আমাদের মানুষকে হত্যা করেছে, আমাদের মা-বোনের ইজ্জত লুটেছে তাদেরও বিচার এখন করতে হবে। তাদের দোসর রাজাকারদের তো বিচার হবেই, একই সঙ্গে মুক্তিযুদ্ধের গণহত্যায় জড়িত পাকিস্তানিদেরও বিচারের আওতায় আনতে হবে।’
গণজাগরণ মঞ্চের উপর পুলিশের হামলার ঘটনায় সমাজকর্মী খুশি কবির দ্য রিপোর্টকে বলেন, ‘শান্তিপূর্ণ একটি সমাবেশের উপর পুলিশের এমন হামলায় আমরা হতবাক হয়েছি। ভাবতে কষ্ট হয়, এরা বাংলাদেশের পুলিশ। তাদের আচরণে মনে হয়েছে, তারা পাকিস্তানের নির্দেশে আমাদের উপর হামলা করেছে। ওরা পাকিস্তানি পুলিশ।’
আহত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দ্য রিপোর্টকে বলেন, ‘যারা মুক্তিযোদ্ধাদের সম্মান করতে জানে না, তারা স্বাধীনতার পক্ষের- এটা কিভাবে বলি। আজ আমরা এখানে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিরা সমাবেশ করতে চেয়েছি। কিন্তু পুলিশ কার নির্দেশে এভাবে আমাদের উপর হামলা চালালো। এর জবাব প্রশাসন ও পুলিশকেই দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘পুলিশের উপর যখন জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা হামলা করে, তখন আমরাই তো পুলিশের প্রতি সহমর্মিতা জানায়। আজ সেই পুলিশই আমাদের উপর হামলা করেছে। ওরা জামায়াত-শিবিরের সঙ্গে পারে না। আমাদের মতো শান্তিপ্রিয় নিরস্ত্র মানুষের উপর হামলা করতে পারে।’
পুলিশের বক্তব্য :
বিনা উস্কানিতে গণজাগরণ মঞ্চের শান্তিপূর্ণ সমাবেশের উপর পুলিশের হামলা প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের যুগ্ম কমিশনার শাহবুদ্দিন খান দ্য রিপোর্টকে বলেন, ‘আমরা তাদের উপর হামলা করিনি। ডিপ্লোমেটিক জোন হওয়ায় তাদের সরে যেতে বলেছি। কিন্তু তারা সরে না যাওয়ায় পুলিশ তাদের সরাতে চেষ্টা করে, তখন তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। তাদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করা হয়েছে সত্য, কিন্তু কেউ তেমন আহত হননি।’
সংসদ সদস্যসহ বিশিষ্টজনদের লাঞ্ছিত করা প্রসঙ্গে শাহবুদ্দিন বলেন, ‘পুলিশের কোনো সদস্য কারো সঙ্গে অসদাচরণ করেনি। তারপরও যদি কেউ এ ধরনের কাজ করেন তা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকের কথা স্বীকার করে তিনি আরো বলেন, ‘অনাকাঙ্খিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তাই কয়েকজনকে আটক করা হয়েছে। পরে তাদের ছেড়ে দেওয়া হবে।
গণজাগরণ মঞ্চের নতুন কর্মসূচি :
শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল ৩টায় শাহবাগ গণজাগরণ মঞ্চসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল কর্মসূচির ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। এই কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের অন্যতম উদ্যোক্তা মারুফ রসুল।
(দ্য রিপোর্ট/এইচআর/এসআর/এমএআর/ডিসেম্বর ১৯ ২০১৩)
পাঠকের মতামত:
- কাজী নজরুলের নাতি বাবুল লাইফ সাপোর্টে
- নতুন বাজারে ৬৩৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি
- বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস কারাগারে
- মঙ্গলবার থেকে অবৈধ অভিবাসীদের গণগ্রেপ্তার শুরু যুক্তরাষ্ট্রে
- ওষুধের ভ্যাট কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা
- "যেকোনো উপায়ে সাধারণ মানুষের ভোট প্রদানের অধিকার থাকতে হবে"
- শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: শফিকুল আলম
- ফ্যাসিস্ট যেন সংসদে ফিরে আসতে না পারে: বদিউল আলম
- ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি, ফখরুলের অঙ্গীকার
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ: দুঃখ প্রকাশ করলো বিএসএফ
- "ব্যাংক খাত পেলেও পুঁজিবাজার পায়নি সংস্কার সহায়তা"
- যশোর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- এআইবি পিএলসির উদ্যোগে কম্বল বিতরণ
- ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলনের শুরু
- ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সমাপ্ত
- অবশেষে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরাইল
- যোগ্যকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
- "দেশে আসেন, কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে"
- "পয়লা বৈশাখে স্থানীয় নামসহ নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ"
- ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে অভিমত জানাতে পারবেন সাধারণ নাগরিকরা
- শাপলা চত্বরে হেফাজত দমন: হাসিনার নির্দেশে ক্র্যাকডাউন
- আমদানি করায় কমছে চালের দাম
- "রক্তে যখন শরীর ভেসে যাচ্ছিল, তখন সিংহের মতো হাঁটছিলেন সাইফ"
- কমতে পারে দিনের তাপমাত্রা, অপরিবর্তিত থাকবে রাতের
- বেশি খেলা হয়ে যাচ্ছে? বিশ্রাম নিয়ে যা ভাবছেন নাহিদ রানা
- রোহিত-কোহলিদের পাকিস্তানি আতিথেয়তার লোভ দেখালেন ফখর
- দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড
- ফেসবুকে নিজের সম্পদের হিসাব দিলেন প্রেসসচিব শফিকুল আলম
- ‘ঝুঁকিপূর্ণ’ মান নিয়ে বায়ুদূষণে ঢাকার অবস্থান শীর্ষে
- এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল
- আগের দামেই পেঁয়াজ, কমেছে সবজির
- অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: জয়নুল আবদিন
- ৩ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- নটিংহ্যামের বিপক্ষে লিভারপুলের ড্র
- আইসিসির ডিসেম্বর মাসের সেরা বুমরাহ
- গাজায় যুদ্ধবিরতির আলোচনা শেষ পর্যায়ে, কয়েক ঘণ্টার মধ্যে হতে পারে চুক্তি
- সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার
- ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
- গভীররাতে সেন্টমার্টিনে আগুন, ৩ রিসোর্ট পুড়ে ছাই
- পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে কমিশন: আইজিপি
- প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
- বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস
- ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ অনুষ্ঠিত
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি
- ‘কামব্যাক’ করে সাকিবের লড়াই করার সামর্থ্য ভালোই আছে
- দক্ষিণ আফ্রিকায় সোনার খনিতে শতাধিক শ্রমিক নিহত
- অনলাইন পদ্ধতির উন্নয়নে সঞ্চয়পত্র বিক্রি সাময়িক বন্ধ
- লস অ্যাঞ্জেলেসে ঝড়ো বাতাসের পূর্বাভাস, আরো ভয়ংকর হতে পারে দাবানল
- বাড়ছে গ্যাস-বিদ্যুতের দাম, শঙ্কায় শিল্পমালিকরা
- টিউলিপকে এবার দায়িত্ব থেকে সরে যাওয়ার দাবি দুর্নীতিবিরোধী জোটের
- মেয়াদ শেষে ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ
- কাফনের কাপড় জড়িয়ে চাকরিতে পুনর্বহালের অনশনে ক্যাডেট এসআইরা
- সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া, পরিবার কাছে পেয়ে খুশি
- অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিলের রায় বুধবার
- ‘ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ২০২৫’ পেল ইসলামী ব্যাংক
- প্রধান উপদেষ্ঠার প্রেস সচিবের সাথে ফ্রান্স প্রবাসী সাংবাদিকদের মতবিনিময়
- দেশে এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত
- ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার চায় ক্যাব
- চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন দেখতে পাকিস্তান গেল আইসিসি
- এই মুহূর্তে আমি জাতীয় দলে ফিট হচ্ছি না, তাই নেই: লিটন
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি
- সাত শিক্ষা বোর্ডে সচিব পদে রদবদল
- বিএসএফের অননুমোদিত প্রচেষ্টায় ‘সীমান্তে উত্তেজনা’
- পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন করতে হবে : উপদেষ্টা
- ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ল জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ
- বিডিআর হত্যার এক মামলার বিচার কেরানীগঞ্জে
- পুঁজিবাজার: সূচকের পতনে সপ্তাহ শুরু
- হামাস-ইসরাইল আলোচনা, সর্বশেষ যে তথ্য জানা গেল
- লিটন-তানজিদের সেঞ্চুরিতে ঢাকার রানের রেকর্ড
- হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
- বছরের প্রথম ১১ দিনে এল ৭৩ কোটি ডলার রেমিট্যান্স
- সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া, পরিবার কাছে পেয়ে খুশি
- পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন করতে হবে : উপদেষ্টা
- গভীররাতে সেন্টমার্টিনে আগুন, ৩ রিসোর্ট পুড়ে ছাই
- প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
- চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন দেখতে পাকিস্তান গেল আইসিসি
- প্রধান উপদেষ্ঠার প্রেস সচিবের সাথে ফ্রান্স প্রবাসী সাংবাদিকদের মতবিনিময়
- বিএসএফের অননুমোদিত প্রচেষ্টায় ‘সীমান্তে উত্তেজনা’
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস
- বাড়ছে গ্যাস-বিদ্যুতের দাম, শঙ্কায় শিল্পমালিকরা
- এই মুহূর্তে আমি জাতীয় দলে ফিট হচ্ছি না, তাই নেই: লিটন
- বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ল জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ
- দেশে এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত
- সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার
- শাপলা চত্বরে হেফাজত দমন: হাসিনার নির্দেশে ক্র্যাকডাউন
- ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার চায় ক্যাব
- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
- মেয়াদ শেষে ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ
- অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিলের রায় বুধবার
- দক্ষিণ আফ্রিকায় সোনার খনিতে শতাধিক শ্রমিক নিহত
- লস অ্যাঞ্জেলেসে ঝড়ো বাতাসের পূর্বাভাস, আরো ভয়ংকর হতে পারে দাবানল
- কাফনের কাপড় জড়িয়ে চাকরিতে পুনর্বহালের অনশনে ক্যাডেট এসআইরা
- "রক্তে যখন শরীর ভেসে যাচ্ছিল, তখন সিংহের মতো হাঁটছিলেন সাইফ"
- পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে কমিশন: আইজিপি
- অনলাইন পদ্ধতির উন্নয়নে সঞ্চয়পত্র বিক্রি সাময়িক বন্ধ
জেলার খবর এর সর্বশেষ খবর
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ: দুঃখ প্রকাশ করলো বিএসএফ
- যশোর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা