thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বিএসইসি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত

২০১৩ ডিসেম্বর ২১ ১২:৫৪:৪৮
বিএসইসি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) মানদণ্ডের ভিত্তিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

বিএসইসিতে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, ‘গত রাতে (শুক্রবার) স্পেনের মাদ্রিদে অবস্থিত আইওএসসিওর প্রধান কার্যালয় থেকে ক্যাটাগরি পরিবর্তনের বিষয়টি বিএসইসিকে নিশ্চিত করা হয়েছে।’

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘এর ফলে বাংলাদেশের পুঁজিবাজার আন্তর্জাতিক পরিমণ্ডলের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হবে। এতে বিএসইসি বেশকিছু সুবিধা পাবে। সুবিধাগুলো হলো- আন্তর্জাতিকভাবে এনফোর্সমেন্টের জন্য বৃহত্তর সহযোগিতা পাবে এবং প্রদান করতে পারবে, বিএসইসি আইওএসসিওর বিভিন্ন নেতৃস্থানীয় পদে নিয়োগ/নির্বাচনের যোগ্যতা অর্জন করবে এবং বিএসইসি আইওএসসিওর নীতিনির্ধারণী কমিটিতে অন্তর্ভুক্তির যোগ্যতা অর্জন করবে।’

তিনি আরও বলেন, ‘২০০৯ সালে আমরা ক্যাটাগরি পরিবর্তনের জন্য প্রথম আবেদন করি। আমরা দ্বিতীয়বার আবেদন করি ২০১২ সালে। একজন বিদেশি পরামর্শকের প্রয়োজন থাকলেও নিজস্ব মেধা ব্যবহার করে বিদেশি সাহায্য ছাড়া আমরা এ কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি।’

সংবাদ সম্মেলনে বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী, আরিফ খান, আবদুস সালাম শিকদার, নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, রুকসানা চৌধুরী, এটিএম তারিকুজ্জামান, আনোয়ারুল ইসলাম, সাইফুর রহমান, মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়ে গঠিত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইওএসসিওর সাধারণ সদস্য হিসেবে ১৯৯৫ সালে বিএসইসি যোগ দেয়।

(দ্য রিপোর্ট/এনটি/শাহ/এনডিএস/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর