thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

সিলেটে পুলিশ-শিবির সংঘর্ষ, আটক ৩

২০১৩ ডিসেম্বর ২১ ২০:১৫:৫১
সিলেটে পুলিশ-শিবির সংঘর্ষ, আটক ৩

সিলেট সংবাদদাতা : সিলেটে শনিবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কেউ হতাহত না হলেও পুলিশ ঘটনাস্থল থেকে তিন শিবিরকর্মীকে আটক করেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে ছাত্রশিবির কর্মীরা মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ তাদের বাধা দেয়। তখন দুপক্ষের সংঘর্ষ শুরু হয় । এসময় পুলিশ ৬ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

বন্দরবাজার থেকে ধাওয়া খেয়ে শিবিরকর্মীরা নগরীর জেল রোডে এসে আবারো জোট বাধার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ ধাওয়া করে তিন শিবিরকর্মীকে আটক করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আয়ুব দ্য রিপোর্টকে তিন শিবিরকর্মী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের নাম জানাতে পারেননি।

(দ্য রিপোর্ট/এমজেসি/এইচএস/ডিসেম্বর্ ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর