thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েন : সিইসি

২০১৩ ডিসেম্বর ২২ ১৮:৩৭:৩৯
প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েন : সিইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : যে জেলায় যেমন প্রয়োজন সেখানে সেই সংখ্যক সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ।

নির্বাচন কমিশন (ইসি)কার‌্যালয়ে রবিবার সন্ধ্যা ৬টায় উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, পাঁচ জেলায় সেনা মোতায়েনের প্রয়োজন দেখছে না ইসি। তবে সরকার যদি চায় তা হলে ওই জেলাগুলোতেও সেনা মোতয়েন করা হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির একটি প্রতিনিধি দল দুপুরে আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা নির্বাচনের বিষয়ে কথা বলেছেন। নির্বাচনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন তারা।

তিনি এ সময় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্তিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনে সেনা সদরদফতরে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রবিবার দুপুরে সিইসির সঙ্গে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ড. মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা কমিশনকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি। জনগণের অংশগ্রহণে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে কমিশন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ‘সাহেবরা’ যদি নির্বাচনে না আসেন তাতে কোনো সমস্যা হবে না। নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে না।

১৪৬ আসনে নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী মোতায়নের প্রয়োজন ছিল কীনা- এমন প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান বলেন, এটা কমিশনের এখতিয়ার। নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করছে। এতে আমাদের বলার কিছু নেই।

(দ্য রিপোর্ট/এমএস/এমএআর/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর