thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বান্দরবানে বিএনপির মিছিল

২০১৩ ডিসেম্বর ২৩ ১১:৫৪:০৬
বান্দরবানে বিএনপির মিছিল

বান্দরবান সংবাদদাতা : অবরোধের তৃতীয় দিন সোমবার বান্দরবানে বিএনপির কেন্দ্রীয় নেত্রী মাম্যাচিং গ্রুপের নেতাকর্মীরা শহরে মিছিল করে।

সোমবার সকাল থেকেই বান্দরবান-চট্টগ্রাম প্রধান সড়কসহ আশপাশের এলাকাগুলোতে অবস্থান নেয় বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিংয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, মহিলা দল ও বিএনপির নেতাকর্মীরা।

অবরোধের সমর্থনে তারা শহরে খণ্ড খণ্ড মিছিল করে। অবরোধে বান্দরবান-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। নাশকতা এড়াতে বান্দরবান-চট্টগ্রাম রুটসহ গুরুত্বপুর্ণ স্থানগুলোতে বিজিবি-পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, নাশকতা এড়াতেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এএস/এফএস/শাহ/এএস/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর