thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

সাতক্ষীরায় যৌথবাহিনী-শিবির সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

২০১৩ ডিসেম্বর ২৩ ১২:১৭:১০
সাতক্ষীরায় যৌথবাহিনী-শিবির সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাসখামার এলাকায় যৌথবাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়। এ সময় শিবিরকর্মী শাহিন গুলিবিদ্ধ হয়। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় রবিবার গভীর রাতে তাকে কুলিয়া এলাকা থেকে যৌথবাহিনী আটক করে। পরে যৌথবাহিনীর প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

১৮ দলীয় জোটের ডাকা অবরোধের তৃতীয় দিন সোমবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে অবরোধকারীরা। এ সময় তারা সেখানে ঝটিকা মিছিল করে।

সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী।

সাতক্ষীরায় অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/শাহ/এএস/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর