thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

যশোরে চার দালালকে জরিমানা

২০১৩ ডিসেম্বর ২৩ ১২:৫৯:৫২
যশোরে চার দালালকে জরিমানা

যশোর সংবাদদাতা : ভ্রাম্যমাণ আদালত সোমবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে চার দালালকে জরিমানা করেছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ জরিমানা করা হয়।

চার দালাল হলেন ল্যাবস্ক্যানের জিয়াউর রহমান বিপ্লব, ইবনে সিনার সুব্রত চন্দ্র, একতা হসপিটালের জাহিদুল ইসলাম ও লাইফ ফেয়ারের সাদ্দাম হোসেন নীরব। তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভাগিয়ে নেওয়ার কাজে সম্পৃক্ত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম ও সাইফুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালান।

সেখান থেকে ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সাদ্দাম হোসেন নীরব ও জাহিদুল ইসলামকে আটক করে তাদের যথাক্রমে ১ হাজার ও ৫০০ টাকা জরিমানার দণ্ড দেন।

অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জিয়াউর রহমান বিপ্লব ও সুব্রত চন্দ্রকে যথাক্রমে ১ হাজার করে টাকা জরিমানা করেন।

উল্লিখিতদের দণ্ডবিধির ২৯১ ধারায় জরিমানা করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/জেএম/শাহ/এএস/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর