thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিসি বাস ভাঙচুর

২০১৩ ডিসেম্বর ২৩ ১৫:২৬:৩৭
ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিসি বাস ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের তৃতীয়দিনে ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিসি বাস ভাঙচুর করেছে অবরোধকারীরা। সোমবার দুপুর ১২টার দিকে শহর বাইপাস সড়কের কাউতলী মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কসবার কুটি-চৌমুহনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি বাসটি কাউতলী মোড়ে আসামাত্রই ১০-১২ জনের একদল যুবক বাসটি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে বাসটির সামনের দিকের ও দুপাশের জানালার কাচ ভেঙে যায়। তবে এতে কোনো বাসযাত্রী আহত হননি। তাৎক্ষণিকভাবে পুলিশ ওই যুবকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

এদিকে অবরোধের তৃতীয় দিনে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই বিএনপি-জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে হরতাল ও অবরোধে নাশকতা ঘটানোর অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/এএস/রাসেল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর