thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

এবার ট্রাকচালক ও হেলপার দগ্ধ

২০১৩ ডিসেম্বর ২৩ ২২:৫৪:২৬
এবার ট্রাকচালক ও হেলপার দগ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাজীপুরের শকিপুর এলাকায় পেট্রোল বোমা হামলায় ট্রাকচালক এবং তার সহযোগী দগ্ধ হয়েছেন। সোমবার রাত ৮টায় শকিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ট্রাকচালক নজরুল ইসলাম (২৭) এবং তার সহযোগী নূরুজ্জামান (৩৭)।

আহত নূরুজ্জামান জানান, শনিবার দিনাজপুর থেকে চাল বোঝাই করে চট্টগ্রামের কাপ্তাই যাওয়ার পথে ওই স্থানে আসলে পাঁচ/ছয়জন যুবক আমাদের ট্রাক লক্ষ্য করে ৫-৬টি বোমা নিক্ষেপ করে। এর একটি ট্রাকের জানলা দিয়ে ঢুকে পড়লে আমরা দগ্ধ হই।

তিনি আরো জানান, সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আসি।

বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক আফরোজা জানান, নজরুলের মুখ, গলা, দুই হাত ও দুই পায়ের প্রায় ২০শতাংশ দগ্ধ হয়েছে। তবে নূরুজ্জামানের দগ্ধ সামান্য।

নজরুলের দেশের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাটি থানার মালতি গ্রামে।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর