thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বংশালে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ ১

২০১৩ ডিসেম্বর ২৪ ০০:০৪:০০
বংশালে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ ১

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বংশালের নয়াবাজারে সোমবার রাত সাড়ে ৮টার দিকে থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল বোমার হামলা চালিয়েছে। এ ঘটনায় কামরুজ্জামান (৩৫)নামক ওই ট্রাকের চালক অগ্নিদগ্ধ হয়েছেন।

কামরুজ্জামান নরসিংদী নিবাসী মিজানুর রহমানের ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী তোফায়েল আহমেদ জানান, ‘সাদা কাগজের রিম নিয়ে ঘোড়াশাল থেকে এসে ট্রাকটি আমার দোকানের সামনে দাঁড়ায়। ইঞ্জিন বন্ধ করে চালক নামার সময় কে বা কারা বোমা ছুঁড়ে মারে। এতে চালক গুরুতর আহত হয়।’

আহত অবস্থায় চালককে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক আফরোজা জানান, ‘কামরুজ্জামানের শরীরের ৩৪ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক।’

এ ব্যাপারে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, ঘটনাটির কথা আমরা শুনেছি। তবে কারা জড়িত তা জানা যায়নি। জড়িতদের ধরার জন্য চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এসআর-এএসএ/ডব্লিউএস/আইজেকে/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর