thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

চট্টগ্রামে পুলিশ-পিকেটার সংঘর্ষ, আহত ১০

২০১৩ ডিসেম্বর ২৪ ১০:৪১:৫৪
চট্টগ্রামে পুলিশ-পিকেটার সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের বিবিরহাট এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়েছে। এ সময় পিকেটাররা ৮টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের ধাওয়ায় পথচারীসহ আহত হয় ১০ জন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী অ্যাডভোকেট এমরান চৌধুরী জানান, সকাল ১০টার দিকে বিবিরহাটে ১৮ দলের নেতাকর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ৮টি ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটারা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকানপাট।

বায়েজিদ থানার ডিউটি অফিসার এসআই নিবেদিতা জানান, পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/এএস/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর