thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

মাগুরা ছাত্রদল সভাপতি আটক

২০১৩ ডিসেম্বর ২৪ ১১:৩৮:৫৭
মাগুরা ছাত্রদল সভাপতি আটক

মাগুরা সংবাদদাতা : মাগুরা জেলা ছাত্রদল সভাপতিকে স্টেডিয়াম গেট এলাকা থেকে মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ডিবি পুলিশ আটক করেছে।

পুলিশ দ্য রিপোর্টকে জানায়, অবরোধে ইজিবাইক ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে জেলা ছাত্রদল সভাপতি তরিকুল ইসলাম কবিরকে শহরের স্টেডিয়াম গেট এলাকা থেকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের ভায়না মোড় এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম কবিরের নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ও একটি ইজিবাইক ভাঙচুর করে মিছিলকারীরা। ইজিবাইক ভাঙচুরে ডিসি অফিসের এলএমএসএস খাদিজা বেগম আহত হন।

(দ্য রিপোর্ট/এসআই/এএস/শাহ/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর