thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

ডিএসইর ট্রেডিং সফটওয়্যারে আবারও সমস্যা

২০১৩ ডিসেম্বর ২৪ ১৩:০৯:৩৩
ডিএসইর ট্রেডিং সফটওয়্যারে আবারও সমস্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক: নতুন কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে আবারও সমস্যার সম্মুখীন হচ্ছেন বিনিয়োগকারীরা। মঙ্গলবার অ্যাপোলো ইস্পাতের শেয়ার লেনদেনের ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সফটওয়্যারে বিলম্বে লেনদেন সম্পন্ন হওয়ার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বিনিয়োগকারীদের। বিভিন্ন হাউজ সূত্রে এ তথ্য জানা গেছে।

অ্যাপোলো ইস্পাতের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিজয়ীরা শেয়ার বেচার আদেশ দেওয়ার দীর্ঘ সময় পর তা সম্পন্ন হওয়া এবং অনেক সময় ট্রেডিং সফটওয়্যার হ্যাং (সাময়িক অকেজো) হওয়ার মতো ঘটনা ঘটছে।

জেকেসি, জিকিউ, আইল্যান্ড, সোনালী ইনভেস্টমেন্টসহ বেশ কয়েকটি সিকিউরিটিজ হাউজের বিনিয়োগকারীরা আমাদের প্রতিনিধিকে জানান, শেয়ার বেচার আদেশ দেওয়ার অনেক পরে তা সম্পন্ন হচ্ছে। মধ্যবর্তী সময়ে শেয়ার দরে অনেক পরিবর্তন হচ্ছে।

তারা আরও জানান, চলমান দরে আদেশ দেওয়ার অনেক পরে কেনা সম্পন্ন হচ্ছে। ফলে বিলম্বিত সময়ের মধ্যে দর বেড়ে গেলে তা মেনে নিতে হচ্ছে।

হাউজ কর্মকর্তারাও উল্লিখিত সমস্যার বিষয়টি স্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক হাউজ কর্মকর্তা জানান, নতুন কোম্পানির লেনদেন চালু হলেই এ রকম সমস্যা হয়। এর আগে এনভয় টেক্সটাইল, আরগন ডেনিমস এবং ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেনের ক্ষেত্রেও একই সমস্যা ছিল। এনভয় টেক্সটাইল, আরগন ডেনিমসের শেয়ার লেনদেনের ক্ষেত্রে ডিএসইর লেনদেন আধাঘন্টা বন্ধ ছিল বলে ওই কর্মকর্তা জানান।

এ ব্যাপারে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার বালা’র সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি সমস্যার কথা শুনেছি, তবে বিস্তারিত কিছু জানি না।

তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

লেনদেন শুরুর প্রথম দিনে বেচাকেনার চাপ বেশি থাকায় এমনটি হয় বলে জানান ডিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো.ইশতিয়াক। তিনি দ্য রিপোর্টকে বলেন, অ্যাপোলো ইস্পাতের শেয়ার সংখ্যা বেশি এবং বেচাকেনার চাপও বেশি। তাই এমন হচ্ছে। তবে সমস্যা বেশিক্ষণ থাকবে না।

(দ্য রিপোর্ট/এনটি/এস/এইচকে/লতিফ/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর