thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বাদ মাগরিব জোহরা তাজউদ্দীনের কুলখানি

২০১৩ ডিসেম্বর ২৪ ১৩:৪১:১০
বাদ মাগরিব জোহরা তাজউদ্দীনের কুলখানি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও তাজউদ্দীন আহমেদের সহধর্মিনী মরহুমা সৈয়দা জোহরা তাজউদ্দীনের কুলখানি মঙ্গলবার বাদ মাগরিব বনানী ডিওএইচএস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

কুলখানিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী এবং সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর জোহরা তাজউদ্দিন ৮১ বছর বয়সে মারা যান। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের স্ত্রী।

তাজউদ্দিন দম্পত্তির চার সন্তানের মধ্যে সিমিন হোসেন রিমি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি গাজীপুর-৪ আসন থেকে উপ-নির্বাচনে নির্বাচিত এমপি।

এর আগে একই আসন থেকে ২০০৮ সালের সাধারণ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তানজিম আহমেদ সোহেল তাজ। এমপি ও মন্ত্রীপদ থেকে পদত্যাগকারী সোহেল তাজ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

(দ্য রিপোর্ট/বিকে/এমসি/এমডি/লতিফ/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর