thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মহেশখালীতে ‘বন্দুক যুদ্ধে’ সন্ত্রাসী খলিল নিহত, আগ্নেয়াস্ত্র উদ্ধার

২০১৩ ডিসেম্বর ২৪ ১৩:২৬:১৭
মহেশখালীতে ‘বন্দুক যুদ্ধে’ সন্ত্রাসী খলিল নিহত, আগ্নেয়াস্ত্র উদ্ধার

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খলিলুর রহমান (৩০) নিহত হয়েছে। এসময় দেশীয় তৈরি ২টি লম্বা বন্দুক, একটি এলজি বন্দুক ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন পুলিশের ৪ সদস্য।

বুধবার ভোরে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার চান মিয়ার পুত্র।

মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খলিল ধলঘাটা ইউনিয়নের মুহুরীপাড়ায় অবস্থানের খবর পেয়ে বুধবার ভোর ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে যান। ওখানে পুলিশকে লক্ষ্য করে তার বাহিনীর সদস্যরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুক যুদ্ধে খলিলকে আহতাবস্থায় আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ২টি লম্বা বন্দুক, একটি এলজি বন্দুক ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ ৮ রউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের ৪ সদস্য। তাদের মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, আহত খলিলকে হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেছে, বুধবার ভোরের দিকে প্রতিপক্ষ লোকজন ধলঘাটা এলাকায় তাকে উপর্যুপরি কোপায় এবং পিটুনি দেয়। এরপর মুমূর্ষু অবস্থায় কালারমারছড়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। সকাল ১১টার দিকে পুলিশ ফাঁড়িতেই তার মৃত্যু হয়।

তবে মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর