thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

জয়পুরহাটে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ১৮

২০১৩ ডিসেম্বর ২৪ ১৩:৫২:০০
জয়পুরহাটে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ১৮

জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ১৮ বিএনপি-জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জেলার পাঁচটি পুলিশ স্টেশন সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর থেকে ৪, পাঁচবিবি উপজেলা থেকে ৮, আক্কেলপুর থেকে ৪ ও কালাই থেকে দুজনসহ মোট ১৮ জন জামায়াত-বিএনপির কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

পুলিশ কন্ট্রোল সূত্র জানায়, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় জামায়াত-বিএনপির নেতাকর্মীরা যে নাশকতা চালিয়েছে, সেসব অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

এদিকে ১৮ দলের অবরোধের শেষদিন মঙ্গলবার জয়পুরহাট শহরে সকাল থেকে বিএনপির ফয়সাল আলীম সমর্থিত একটি গ্রুপ সদর রাস্তায় দফায় দফায় মিছিল শেষে সমাবেশ করেছে। এতে জেলা বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীরা বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/এএএম/এফএস/লতিফ/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর