thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘দশম বা একাদশ যে কোনোটা নিয়ে আলোচনা’

২০১৩ ডিসেম্বর ২৪ ১৪:০৭:২৪
‘দশম বা একাদশ যে কোনোটা নিয়ে আলোচনা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম কিংবা একাদশ যেকোনো নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রধান দুই দলের মধ্যে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনের তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

রাজধানীর সেতু ভবনে মঙ্গলবার যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরের সঙ্গে এক বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ‘বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও পদ্মাসেতু নির্মাণ নিয়ে আলোচনা হয়েছে। আমরা চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোচনা করেছি।’

মজিনা বলেন, ‘দশম জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার আর সময় নেই। তবুও দশম না একাদশ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা ও সমঝোতা হবে তা দুই রাজনৈতিক দলের বিষয়। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেছি। আমরা সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আশা করি। আর এজন্য দুই রাজনৈতিক দলকেই ছাড় দিতে হবে। দুই দলের মধ্যে আলোচনার কোনো বিকল্প নেই। একটি গঠনমূলক ও তাৎপর্যপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।’

(দ্য রিপোর্ট/এইচআর/জেএম/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর