thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

হাজীগঞ্জে যুবক খুন

২০১৩ ডিসেম্বর ২৪ ১৪:৩০:৫১
হাজীগঞ্জে যুবক খুন

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে খুন হলেন আবদুল মুনাফ খাঁ (৩৮)। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চার নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাচকিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মুনাফ খাঁ ওই গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে। তার ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। তাছাড়া মুনাফের স্ত্রী মোমেনা বেগম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

মুনাফের বড় ভাই আবুল কাশেম ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, সকালে খাঁ বাড়ির দক্ষিণ পাশে দোকানে বসে মুনাফ ধুমপান করছিলেন। এ সময় চাচাতো ভাই মিজান ধুমপান করতে নিষেধ করে মুনাফকে।

এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিজান মুনাফের ওপর হামলা করে। এ সময় ধাক্কা দিয়ে মুনাফকে রাস্তার পাশে ডোবায় ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মুনাফ মারা যান।

মুনাফের স্ত্রী মোমেনা বেগম স্বামী হত্যার বিচার দাবি করেন। মামলা করা হবে বলেও জানান তিনি।

খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে তার সুষ্ঠু তদন্ত করা হবে।

(দ্য রিপোর্ট/এমবি/এএস/শাহ/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর