thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

চট্টগ্রামে পেশাজীবীদের কর্মসূচিতে পুলিশের বাধা

২০১৩ ডিসেম্বর ২৪ ২১:০৮:৩০
চট্টগ্রামে পেশাজীবীদের কর্মসূচিতে পুলিশের বাধা

চট্টগ্রাম সংবাদদাতা : পুলিশের বাধার কারণে চট্টগ্রামে পেশাজীবীদের অবস্থান ধর্মঘট ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবরে স্মারকলিপি প্রদান করতে পারেনি।

মঙ্গলবার দুপুর ৩টা দিকে ধর্মঘটের পূর্ব ঘোষিত কর্মসূচি এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানের কথা ছিল পেশাজীবীদের।

ধর্মঘটের প্রস্তুতিকালে পুলিশ মাইক এবং ব্যানার খুলে নিয়ে যায়। এ ছাড়া ব্যানার লাগানোর সময় পুলিশ খোরশেদ নামের একজনকে আটক করে ।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখা সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী জানান, নির্বাচন বাতিলের দাবিতে জেলা পরিষদ মার্কেট চত্বরে সকালে অবস্থান ধর্মঘট ও জেলা রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মাররকলিপি প্রদানের কর্মসূচি ছিল। কিন্তু সকাল থেকে শত শত পুলিশ জেলা পরিষদ মার্কেট এলাকা ঘেরাও করে রাখে। তারা সকালে মাইক ও ব্যানার লাগাতে গেলে তা খুলে নিয়ে যায়।

নগর পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা)বাবুল আক্তার জানান, কাউকেই বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। অনুমতি ছাড়া সমাবেত হওয়ায় পেশাজীবীদের বাধা দিয়েছে পুলিশ।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/ডিসেম্বর ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর