thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

৪৪ ভারতীয় জেলে আটক

২০১৩ ডিসেম্বর ২৪ ২১:২৬:৩৫
৪৪ ভারতীয় জেলে আটক

বাগেরহাট সংবাদদাতা : বঙ্গোপসাগরে বাংলাদেশি জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের সময় তিনটি মাছ ধরা ট্রলারসহ ৪৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

মংলা থেকে একশ নটিক্যাল মাইল দূরে অবস্থিত বঙ্গোপসাগরে হিরণ পয়েন্ট এলাকার ফেয়ারওয়ে বয়ারের কাছে সোমবার বিকেলে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় তাদের মংলা থানায় আনা হয়।

বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্যা আটকরা ভারতীয় নাগরিক বলে দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

মংলা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, তাদের থানায় আনা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে ২টি মাছ ধরার ট্রলারসহ ২৯ জেলেকে আটক করেছিল নৌবাহিনী। এরপর শনিবার আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এসবি/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর