thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

নাটোরে ধুমপানের দায়ে ৫ জনের জরিমানা

২০১৩ ডিসেম্বর ২৪ ২১:৩৭:০৪
নাটোরে ধুমপানের দায়ে ৫ জনের জরিমানা

নাটোর সংবাদদাতা : নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশপথে ও বারান্দায় প্রকাশ্যে ধুমপানের দায়ে ৫ ধুমপায়ীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন।

নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুরাদুল ইসলাম মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা ভবিষ্যতে এমন অপরাধ করবে না এ মর্মে মুচলেকা ও জরিমানার টাকা দিয়ে ছাড়া পান।

সাজাপ্রাপ্তরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার সোনাপুর গ্রামের রওশন আলীর ছেলে জিল্লুর (৩০), নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় এলাকার নুরুর রহমানের ছেলে মজনু (২৭), নাটোর সদর উপজেরার জালালাবাদ গ্রামের জেকের আলী (৩৭), জাফর আলীর ছেলে রেন্টু (৪৫) ও আতাউর রহমানের ছেলে ওসমান আলী (৪৭)।

এদের মধ্যে জিল্লুর রহমান ও মজনু রহমানকে তিনশত টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড ও অপর ৩ জনকে দুইশত টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর