thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

নাটোরে দুর্ঘটনায় চালক নিহত

২০১৩ ডিসেম্বর ২৫ ১৪:০৯:৪৫
নাটোরে দুর্ঘটনায় চালক নিহত

নাটোর সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক শফিকুল ইসলাম নিহত হয়েছেন। উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম যশোরের কোতোয়ালী থানার বাসুন্দিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, যশোর থেকে ছেড়ে আসা পিছনে থাকা পিকআপ ভ্যানটি সামনের ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম নিহত হন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/এমসি/রাসেল/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর