thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ব্রাহ্মণবাড়িয়ার ডিসি প্রত্যাহার

২০১৩ ডিসেম্বর ২৫ ১৪:০৮:৪৯
ব্রাহ্মণবাড়িয়ার ডিসি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নূর মোহাম্মদ মজুমদারকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী রেজাউল ইসলাম ভূঁইয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সোমবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় ইসি। মঙ্গলবার নির্বাচন কমিশন তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জাপা মনোনীত রেজাউল ইসলাম এ ব্যাপারে গত ১৭ ডিসেম্বর কমিশনে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ২ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিন ৬ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেন। ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে জেলার ৬টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৯ জনের প্রার্থিতা প্রত্যাহারের তালিকা কমিশনে পাঠিয়ে দেন। ডিসি স্বাক্ষরিত ওই ৯ জনের তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরীর নামও রয়েছে। কিন্তু ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন রেজাউল ইসলামকে প্রতীক বরাদ্দ না দিয়ে মোক্তাদির চৌধুরীকে প্রতীক বরাদ্দ দেন ডিসি। রেজাউল ইসলামকে প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার দেখিয়ে কমিশনে আবার নতুন তালিকা পাঠানো হয়।

অথচ আরপিও অনুযায়ী, কোনো প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করলে তাকে দ্বিতীয়বার প্রার্থী হিসেবে ঘোষণার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ থাল্লাল জানান, ইসি জানিয়েছে, প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে ডিসি নূর মোহাম্মদ রিটার্নিং অফিসার হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন। তাই তাকে প্রত্যাহার করেছে ইসি।

(দ্য রিপোর্ট/এসকে/এনডিএস/রাসেল/ডিসেম্বর ২৫,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর