thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

জয়পুরহাটে ট্রেনে আগুন

২০১৩ অক্টোবর ২৭ ১১:৫৪:১৪

জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাট রেলস্টেশনে খুলনাগামী আন্তঃনগর রূপসা ট্রেনে হরতাল সমর্থকরা ভাঙচুর ও আগুন দিয়েছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। হরতালকারীরা স্টেশন মাস্টারের অফিসকক্ষেও ভাঙচুর চালায়। রবিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রূপসা ট্রেনটি জয়পুরহাট স্টেশনে সকাল ১০টায় দিকে আসে। এ সময় পাঁচুর মোড়ের মুক্তমঞ্চের সভাস্থল থেকে হরতালকারীরা অতর্কিতে স্টেশনে এসে ট্রেনে আগুন ধরিয়ে দেয় ও ভাঙচুর করে। জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবদুল মান্নানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

জয়পুরহাট রেলওয়ের স্টেশন মাস্টার নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দিরিপোর্ট২৪/এএস/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর