thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

২০১৩ ডিসেম্বর ২৫ ২২:৩৭:০৯
রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর লালবাগে আজিমপুরে এক অনার্স পড়ুয়া ছাত্রী আত্মহত্যা করেছে। লালবাগ আজিমপুরে নিউপল্টন লাইনে বুধবার রাত ৯টায় ১৭৫/২ নম্বর বাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত আশফিয়া আজিজ সেতু (২০) সিটি কলেজের অনার্স ১ম বর্ষে পড়ত। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাঁদখিল উপজেলার আবু তোয়াব গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক দ্য রিপোর্টকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মহত্যার বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

নিহতের বাবা আবদুল আজিজ জানান, বুধবার বিকেলে সেতুর বান্ধবীর সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল। বাইরে না যাওয়ার জন্য আমি তাকে বকাঝকা করি। অভিমানে সেতু রুমের দরজা বন্ধ করে শিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। ফাঁস দেওয়ার বিষয়টি আমি বুঝতে পেরে দরজা ভেঙ্গে সেতুকে ৯টা ৪০ মিনিটে ঢামেকে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এসকে/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর