thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে আটক ৯

২০১৩ ডিসেম্বর ২৫ ২৩:০৭:২২
ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে আটক ৯

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার যৌথবাহিনী অভিযান চালিয়ে ৯ বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে।

ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন দ্য রিপোর্টকে জানান, বুধবার বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করে। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

আটকরা হলেন- মহেশপুর উপজেলার খোর্দ্দখালিশপুর গ্রামের রওশন আলী (৪০), আলি মোস্তফা (৩০), শান্তি মন্ডল (৪০), ও আলমগীর হোসেন (২২)। হাল-খালিশপুর গ্রামের আসাদুল ইসলাম (১৬), রাজু আহমেদ (১৫), হাট-খালিশপুর গ্রামের শামসুদ্দিন (৪২), আবদুস সাত্তার (৪০), দোলন (২৪)।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর