thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সিরাজগঞ্জের অগ্নিদগ্ধ ট্রাকচালকের মৃত্যু

২০১৩ ডিসেম্বর ২৬ ০১:২১:১১

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবরোধে পেট্রোলবোমায় দগ্ধ আরও এক ট্রাকচালক মারা গেলেন। বুধবার রাত সোয়া ১১টায় সিরাজগঞ্জের বানিয়াগাতিতে পেট্রোলবামায় আহত ট্রাকচালক মো. শাহিন (২৮) মারা গেছেন। তার বাবার নাম মকবুল ড্রাইভার। শাহিনের বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর থানার বাগচারা গ্রামে।

নিহতের ছোটভাই মোহাম্মদ শাহাদত জানান, গত ২১ ডিসেম্বর রাত ১০টার সময় সিরাজগঞ্জের বানিয়াগাতি সেতু পার হওয়ার আগে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় তারা দুই ভাই অগ্নিদগ্ধ হন।

শাহাদত আরও জানান, তারা নওগাঁ থেকে সবজিবোঝাই করে কুমিল্লার মিলশা বাজার যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

(দ্য রিপোর্ট/এসআর/ডিসেম্বর ২৬, ২০১৩)

(দ্য রিপোর্ট/এসএমজে /এএস/ডিসেম্বর ২৬, ২০১৩)
(দ্য রিপোর্ট/এসএমজে /এএস/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর