thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

ক্যারিবিয়ানে নৌকা উল্টে নিহত ১৮

২০১৩ ডিসেম্বর ২৬ ০৪:০০:০৯
ক্যারিবিয়ানে নৌকা উল্টে নিহত ১৮

দ্য রিপোর্ট ডেস্ক : ব্রিটিশ বিদেশ সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যারিবিয়ান সাগরের টার্ক অ্যান্ড সাইকোস দ্বীপপুঞ্জের উপকূলবর্তী এলাকায় বুধবার নৌকা উল্টে ১৮ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ ওই নৌকার আরোহীদের সন্দেহভাজন অবৈধ অভিবাসী হিসেবে ধারণা করছে। খবর এএফপির।

ব্রিটিশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বড়দিনের প্রথম প্রহরে নৌকাডুবির ওই ঘটনায় এই ব্যক্তিরা মারা যায়। এর আগে পুলিশ ওই নৌকা থামাতে বললে নৌকাটি প্রোভিন্ডেশিয়ালস দ্বীপের কাছে ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে জীবিতদের খোঁজে কর্তৃপক্ষ এখনো অভিযান অব্যাহত রেখেছে।

তবে নিহত ব্যক্তিরা কোন দেশের নাগরিক কর্তৃপক্ষ সেটি নির্দিষ্ট করে বলেননি। কিন্তু স্থানীয় টার্ক অ্যান্ড সাইকোস সান পত্রিকা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নিহত ব্যক্তিরা হাইতির নাগরিক ছিলেন।

হাইতি থেকে প্রায় অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা বাহামাস দ্বীপপুঞ্জ বা যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করে। গত মাসে বাহামার কাছে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই জলযান উল্টে গেলে প্রায় ৩০ জন হাইতির নাগরিক মারা যায়। ওই সময় আরও প্রায় ১১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

(দ্য রিপোর্ট/আদসি/লতিফ/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর