thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

পল্টনে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

২০১৩ ডিসেম্বর ২৬ ১২:৩৮:৫১
পল্টনে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্টন মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই খালাত ভায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় একটি চলন্ত গাড়ি তাদের রিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন মো. পারভেজ আহম্মদ অপু (২২) ও আবদুস সালাম (২৫)। পারভেজের বাবার নাম মো. শাহাদাত হোসেন, গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পূর্ব ধোপরপাড়া। সালামের বাবার নাম মো. দুলাল হোসেন, গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বাড়িখালি গ্রামে। কামরাঙ্গীরচরে সালামের খাবারের দোকান রয়েছে। পারভেজ ঢাকা কলেজের ছাত্র।

তাদের মামা জানান, অপু ঢাকা কলেজের ইংরেজি বিভাগের প্রথমবর্ষের ছাত্র। তিনি তার নানার বাড়ি কামরাঙ্গীরচর থেকে পড়াশোনা করতেন।

তিনি আরও জানান, জামালপুর থেকে ট্রেনযোগে সকালে ঢাকায় আসেন তারা। কমলাপুর নেমে সেখান থেকে রিকশায় কামরাঙ্গীরচর যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ভোর ৬টায় পল্টন মোড় থেকে দুইজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমডি/শাহ/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর