thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে আটক ২০

২০১৩ ডিসেম্বর ২৬ ১৩:০৫:২৬
রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে আটক ২০

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন স্থানে বুধবার রাতভর অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে যৌথবাহিনী। র‌্যাব, পুলিশ ও বিজিবির কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।

সন্ধ্যা থেকেই রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, গেন্ডারিয়া, কদমতলী, শনিরআখড়া, রায়েরবাগসহ বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়। এ সব অভিযানে রাজনৈতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। বর্তমানে অটকদের যাত্রাবাড়ী থানায় রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার এসআই রেজাউল ইসলাম জানান, যৌথবাহিনীর অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বর্তমানে যাত্রাবাড়ী থানায় রাখা হয়েছে।

অটকদের নাম জানতে চাওয়া হলে তিনি বলেন, যেহেতু এই অভিযানটি যৌথবাহিনী করেছে তাই তাদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। তবে সন্ধ্যায় তাদের পরিচয় জানা যাবে।

(দ্য রিপোর্ট/এনইউডি/এআইএম/এমডি/শাহ/লতিফ/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর