thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

রাজধানীতে শনিবারের হামলার ঘটনায় ১৬ মামলা

২০১৩ অক্টোবর ২৭ ১২:৫৭:৩০
রাজধানীতে শনিবারের হামলার ঘটনায় ১৬ মামলা

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের আগের দিন শনিবার রাজধানীতে ককটেল হামলা, অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা দায়ের করেছে পুলিশ। অস্ত্র, বিস্ফোরক আইন ও পুলিশের উপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলাগুলো দায়ের করা হয়। মামলায় বিএনপি-জামায়াতের কয়েকশ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ডিএমপির (মিডিয়া) উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান দিরিপোর্ট২৪কে বলেন, শনিবারের ঘটনায় মোট ১৬টি মামলা দায়ের করা হয়েছে। শতাধিক ব্যক্তিকে এসব মামলায় আসামি করা হয়েছে।

১৬টি মামলার মধ্যে বিস্ফোরক আইনে ১৪টি, একটি অস্ত্র এবং একটি পুলিশ আক্রান্তের ঘটনা রয়েছে। সংশ্লিষ্ট থানাগুলো হলো- মিরপুর, কাফরুল, দারুসসালাম, তেজগাঁও, শেরেবাংলানগর, রমনা, পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলি, সবুজবাগ, শাজাহানপুর, গুলশান, ভাটারা (উত্তরা-পূর্ব)।

(দিরিপোর্ট২৪/এন/এমএআর/জেএম/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর